বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী প্রবীণ সদস্য (রুকন) বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল জলিল ৯০ বছর বয়সে ২০ জুলাই ভোর সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২০ জুলাই বাদ যোহর কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা উত্তরপাড়া জামে মসজিদে সালাতে জানাযা শেষে তাকে ঐ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
মাওলানা আবদুল জলিলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২০ জুলাই ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবদুল জলিলের ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন ইসলামের একজন বিশিষ্ট দাঈ। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি অনেক সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা মহানগরী শাখার সেক্রেটারি জনাব এমদাদুল হক মামুন গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আবদুল জলিলের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালাম। আমরা তাঁর মৃত্যুতে শোকাভিভূত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।