বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সাবেক সদস্য, সাবেক এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শেখ আনসার আলী ৬ অক্টোবর দুপুরে ৭৮ বছর বয়সে রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি কয়েক দিন পূর্বে শ্বাসকষ্ট ও মস্তিস্কের রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
শোকবাণী
বিশিষ্ট আইনজীবী এডভোকেট শেখ আনসার আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৬ অক্টোবর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, এডভোকেট শেখ আনসার আলী কিশোর বয়স থেকেই ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ ছিলেন। ৮০ ও ৯০ এর দশকে গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচিগুলোতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ৯০ এর দশকের শেষ দিকে তিনি ঝুঁকি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনসমূহ সফল করে তোলার দায়িত্ব পালন করেছেন। শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার ভূমিকা পালন করে গেছেন। একজন বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি যথাযথ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশে ইসলামের প্রচার এবং প্রসারে তার উজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল নেক খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন, আমীন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।