সিলেটের শ্রীমঙ্গলের বরুণার পীর, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকের সহ-সভাপতি ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণার মুহতামিম, শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৯ অক্টোবর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, খলীফায়ে মাদানী শায়খ লুৎফর রহমান বর্ণভী (রহ.) এর সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা খলিলুর রহমান হামিদী মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ অক্টোবর দিবাগত রাত পৌণে ২টায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তিকালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লামা খলিলুর রহমান হামিদী ছিলেন একজন খ্যাতিমান ইসলামী পণ্ডিত ও দা’য়ী ইলাল্লাহ। দেশ-বিদেশে দাওয়াতি তৎপরতায় তিনি নিজেকে আজীবন নিরলসভাবে নিয়োজিত রেখেছেন। তিনি ছিলেন আলেম কুলের শিরোমনি এবং আলেম-উলামা ও তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার। তিনি ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ছাত্র ও মুরিদানদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।