বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মুহাম্মাদ তাহির ২৬ অক্টোবর সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৬ অক্টোবর রাতে সিলেট জেলার কানাইঘাট উপজেলাস্থ তার নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মুহাম্মাদ তাহিরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৬ অক্টোবর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মুহাম্মাদ তাহির ছিলেন একজন খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তার ইন্তিকালে জাতি একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।