৩০ অক্টোবর শুক্রবার রাত ১০টা ৩ মিনিটে রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় বস্তির অনেক ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে শনিবার সকালে কল্যাণপুর নতুন বাজার বস্তিতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের প্রতি শোক ও সহানুভুতি জ্ঞাপন এবং সান্ত্বনা প্রদান করেন। তিনি আহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আমীরে জামায়াত ক্ষতিগ্রস্ত পরিবার-পরিজনদের ধৈর্যধারণ করার এবং মহান আল্লাহ্ তায়ালার উপর ভরসা রাখারও আহবান জানান।
এ সময় আমীরে জামায়াতের সাথে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব লস্কর মোহাম্মদ তসলিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মো. আতিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি জনাব মুহিবুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি জনাব মো. আব্দুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি জনাব এনামুল হক ও সেক্রেটারি মারুফ হাসান, জামায়াতে ইসলামী মিরপুর পূর্ব ও পশ্চিম থানা আমীরদ্বয়সহ স্থানীয় বহু নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।