যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালনের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ৫ নভেম্বর ২০২০ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন,
বিবৃতিতে তিনি বলেন, “৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল।
এ বছর জাতি এমন এক সময় এ দিবসটি পালন করতে যাচ্ছে যখন দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার বলতে কোনো কিছুই নেই। মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর কোনো নিরাপত্তা নেই। গুম-খুন, হত্যা, ধর্ষণের মত জঘন্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্য অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। দুর্নীতি দুঃশাসন গোটা জাতিকে গ্রাস করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
‘বিপ্লব ও সংহতি’ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং দোয়ার মাধ্যমে এ দিবসটি পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা এবং দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”