বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন), বৃহত্তর বরিশাল জেলা শাখা জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রখ্যাত মুফাস্সিরে কুরআন হাফেজ এসএম মাযহার উদ্দিন ২৮ নভেম্বর দিবাগত রাত দেড়টায় ৭২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তার ইন্তিকালে ইসলামী আন্দোলনে তার দীর্ঘদিনের সহকর্মীসহ এলাকার সকল মহলে শোকের ছায়া নেমে আসে এবং দূর-দূরান্ত থেকে বহু শুভাকাক্সক্ষী তাকে একনজর দেখতে এবং তার জানাযায় শরিক হতে দলে দলে ছুটে আসেন।
২৯ নভেম্বর সকাল ১০টায় নাজিরপুর পাকমঞ্জিল মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে জানাযাপূর্ব সমাবেশে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ অবঃ তাফাজ্জল হোসাইন, সদর উপজেলা আমীর মুফতি মাওলানা আব্দুল হালিম, মঠবাড়িয়া উপজেলা আমীর শরীফ আব্দুল জলীল, নেছারাবাদ উপজেলা আমীর জনাব আবুল কালাম আজাদ ও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। নামাজে জানাজায় ইমামতি করেন নাজিরপুর উপজেলা শহীদ জিয়া ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক মাওলানা আমীরুল ইসলাম।
এ ছাড়া রগুনাথপুর স্কুল মাঠে দ্বিতীয় জানাযা এবং বাবুরহাট স্কুল মাঠে তার তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, তৌহিদুল ইসলাম, আতিউর রহমান প্রমুখ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরপর তাকে বাবুরহাট সংলগ্ন নিজ বাসার কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
প্রখ্যাত মুফাস্সিরে কুরআন হাফেজ এসএম মাযহার উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩০ নভেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, প্রখ্যাত মুফাস্সিরে কুরআন হাফেজ এসএম মাযহার উদ্দিন ছিলেন দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম। একজন দা’য়ী ইলাল্লাহ হিসেবে মানুষের কাছে তিনি ছিলেন এক মহান ব্যক্তি। তার যুক্তিপূর্ণ জ্ঞানগর্ভ বক্তব্য সমাজের সকল স্তরের মানুষের হৃদয়কে দারুণভাবে আকৃষ্ট করত। ইলমে দ্বীনের এই খেদমত মানুষকে যুগযুগ ধরে অনুপ্রাণিত করবে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।