বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার গোদাগাড়ি পৌরসভার মহিলা সদস্য (রুকন) এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মাতা হামিদা খাতুন বার্ধক্যসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ১১ ডিসেম্বর বিকাল ৫টায় ৮৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১২ ডিসেম্বর সকাল ১১টায় মহিশালবাড়িতে জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হবে।
শোকবাণী
হামিদা খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ ডিসেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, হামিদা খাতুন আল্লাহর পথে একজন নিবেদিতা প্রাণ গুণী মহিলা ছিলেন। তিনি নিজে ইসলামী অনুশাসন যথাযথভাবে মেনে চলার চেষ্টা করতেন এবং তার সকল সন্তানদের তিনি ইসলামী আদর্শে লালন পালন করেছেন। তিনি তার নিজ এলাকার মহিলাঙ্গণে ইসলামের দাওয়াত সম্প্রসারণে আন্তরিক ভূমিকা পালন করেছেন। ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, হামিদা খাতুন (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।