বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) ও ইসলামী গণজাগরণ সংগীত শিল্পী আবুল কাসেম ১৮ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৯ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৯ ডিসেম্বর বাদ যুহর মগবাজার চৌরাস্তা জামে মসজিদে জানাযা শেষে তাকে রাজধানী ঢাকার শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
শিল্পী আবুল কাসেমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৯ ডিসেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব আবুল কাসেম ছিলেন একজন জনপ্রিয় ইসলামী গণজাগরণ সংগীত শিল্পী। তাঁর কণ্ঠে উচ্চারিত হতো আল্লাহকে ভয় করার ও ভালবাসার আকর্ষণীয় সংগীত। আর সুরে সুরে উদ্বেলিত হতো শ্রোতা ও দর্শকমন্ডলী। ৯০-এর দশকে গণআন্দোলনের সময় তাঁর পরিবেশিত গণসংগীত মানুষকে উজ্জীবিত করত। শিক্ষাঙ্গণে তাঁর উপস্থাপিত গণসংগীত ছাত্রদেরকে আল্লাহর প্রতি চলার প্রেরণায় আকর্ষণ সৃষ্টি করত। জনাব আবুল কাসেম কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, কবর থেকে শুরু করে পরবর্তী সকল মঞ্জিলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তার উপর রহমত বর্ষণ করুন এবং তাকে পরম প্রশান্তির চাদরে ঢেকে রাখুন। মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার শোকাহত স্ত্রী-সন্তানসহ প্রিয়জন এবং সহকর্মীদেরকে সবরে জামিল দান করেন। আমীন।