বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখার প্রবীণ সদস্য (রুকন) জনাব মুহাম্মাদ আবদুর রউফ ২০ জানুয়ারি বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে ৯১ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২১ জানুয়ারি বেলা ১১টায় চন্দোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
জনাব মুহাম্মাদ আবদুর রউফের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ জানুয়ারি ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব মুহাম্মাদ আবদুর রউফ (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম, জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, পীরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং পীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, জনাব মুহাম্মাদ আবদুর রউফ ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।