করোনা মানব জাতির জন্য বিশাল এক পরীক্ষা। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। আবার অনেকেই আল্লাহ তায়ালার একান্ত মেহেরবাণীতে সুস্থও হয়ে উঠেছেন।
করোনো পরিস্থিতির সূচনালগ্ন থেকেই বাংলাদেশে নানাবিধ অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করছে। এমনকি পদে পদে দুর্নীতির ভয়াবহ তাণ্ডব আমরা লক্ষ্য করছি। দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এ বিষয়ে শুরু থেকেই কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রেখে জাতিকে হতাশ ও বিভ্রান্ত করেছেন। করোনা পরিস্থিতিতে দেশ এখনো মোটেই ভালো নেই।
করোনার প্রতিরোধক ভ্যাকসিন দুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আবিষ্কার করেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার প্রয়োগও ইতিমধ্যে শুরু হয়েছে। কোথাও কোথাও উদ্বেগজনকভাবে প্বার্শপ্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। করোনার এই টিকা বিশ্ব সম্প্রদায়ের মতো বাংলাদেশের জনগণেরও পাওয়ার হক রয়েছে।
সরকার ভারত থেকে এই টিকা আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে ভারতের দু’টি টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিকার গুণগত মান নিয়ে পরস্পরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। যা মিডিয়ার সুবাধে ইতিমধ্যে বিশ্ববাসী জানতে পেরেছে। একদিকে মানুষের জীবন করোনা সংক্রমণের কারণে বিরাট ঝুঁকিতে রয়েছে। আবার অন্যদিকে করোনার টিকার কারণে আরেকটি উদ্বেগজনক ঝুঁকি যদি মানুষের উপরে চলে আসে, তাহলে এটা হবে “মরার উপরে খাড়ার ঘা”।
টিকা বিষয়ে পরবর্তী যেকোন উদ্যোগ গ্রহণের আগে টিকার গুণগত মান ও প্বার্শপ্রতিক্রিয়ামুক্ত হওয়া বিষয়ে নিশ্চিত হওয়া একান্ত প্রয়োজন।