আল-জাজিরার রিপোর্ট এবং সেনা প্রধানের বক্তব্য! কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে
জেনারেল আজিজ আহমেদ গতকাল যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কারণে যে সমস্ত জটিলতা দেখা দিয়েছে তার সমাধান তাহলে কি?
(১) ২০১৯ সালের মার্চের ২৮ তারিখ রাষ্ট্রপতি তার দুই ভাইকে পলাতক থাকা অবস্থায় তাদের গুরুদণ্ড ক্ষমা করে দিয়েছেন। সংবিধান অনুযায়ী তা সঠিক হয়েছে কিনা?
(২) আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জানেননা তাহলে কোন প্রক্রিয়ায় এমন অস্বাভাবিক এবং গুরুতর বিষয় রাষ্ট্রপতির টেবিলে গেল?
(৩) জারিকৃত প্রজ্ঞাপন গোপন রাখা হল কেন?
(৪) ক্ষমার প্রেক্ষাপট হিসেবে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তিরা উদ্দেশ্যমূলক রাজনৈতিক প্রতিহিংসাজনিত মামলার শিকার। এর মাধ্যমে গোটা বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় কিনা?
(৫) এরকম প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলার শিকার তাহলে দেশের নিরীহ নাগরিকগণ হচ্ছেন?…
এরকম মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বাদী, তদন্তকারী এবং সাক্ষীর ব্যাপারে আইনগত পদক্ষেপ কি হওয়া উচিত?
সব মিলিয়ে কেঁচো খুড়তে সাপ বেরুচ্ছে নাতো?