বেআইনি ও বিবেকহীনভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় শাহবাগ মোড়ে যে আসর বসানো হয়েছিলো তাতে দেশপ্রেমিক শক্তি জামায়াত এবং তার শীর্ষ নেতৃবৃন্দকে আঘাতের লক্ষ্য বস্তুতে পরিণর করা হয়েছিল। তখন হয়তোবা দেশের এক শ্রেণির মানুষ ধরেই নিয়েছিলো এবার জামায়াতে ইসলামীকে ঘায়েল করার কাজটা মনের মতো করে করা যাবে। কিন্তু সেই তাদেরই বুকের উপর বেপরোয়া সরকারের জুলুমের থাবা পড়বে তারা এটা কল্পনাও করতে পারেনি।
দেশের সকল নাগরিকের জীবন এবং সার্বিক নাগরিক অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের উপর যখন জুলুম, নির্বিচারে হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড এবং গুমের তাণ্ডব চালানো হয়েছিলো, কেউ কেউ তখন উল্লাসে ফেটে পড়েছিলেন। প্রকৃতপক্ষে জামায়াতে ইসলামীকে ঘায়েল করতে গিয়ে আজকে রাষ্ট্রকেই ঘায়েল করা হয়েছে।
সকল হীনমন্যতা ও ভেদাভেদ ভুলে নাগরিক অধিকার, ন্যায় এবং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে জুলুমতন্ত্রের বিরুদ্ধে এখনই রুখে দাড়ানোর সময়। বলুন, আর নয় অনেক হয়েছে, থাম এবং বিদায় নাও।