আন্তর্জাতিক আল কুদস সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নিম্নোক্ত আহবান জানিয়েছেন-
“আমরা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি মসজিদে আকসাকে মুসলিমদের প্রথম কিবলা হিসেবে নির্ধারণ করেছেন। আমরা তাঁর সম্মানিত রাসূলের জন্য দরুদ পাঠ করছি, যিনি ছিলেন মীরাজে গমন কালীন পবিত্র এই মসজিদে নবীগণ ও রাসূলগণের ইমাম।
বায়তুল মুকাদ্দাস বা মাসজিদে আকসা মুসলমানদের শ্রদ্ধা ও সম্মানের স্থানে পরিণত হয়েছে। এই অঞ্চলটি অনেক নবীর স্মৃতির সাথে জড়িত। দীর্ঘকাল এই জায়গাটি ছিল ওহীর ভূমি, ইসলামের কেন্দ্রস্থল, ইসলামী সংস্কৃতির চারণভূমি এবং ইসলাম প্রচারের কেন্দ্র। এই পবিত্র ভূমির প্রতি ভালবাসা প্রতিটি বিশ্বাসীর হৃদয়ে গভীরভাবে প্রোথিত।
সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শক্তি সাম্প্রদায়িক ইহুদী জায়নবাদীদের কুমন্ত্রণা দিয়ে ফিলিস্তিনিদের অধিকার হরণ করে যাচ্ছে। তারা শহর ও গ্রাম থেকে মুসলিমদের হত্যা এবং পাশবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের হত্যা, আহত, আটক ও গৃহ হারা করে যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা ফিলিস্তিনি জনগণকে সমর্থন করে। আমরা ফিলিস্তিনি অধিকারের পক্ষে এবং ইসরায়েলী দখলের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই ফিলিস্তিনিদের নির্যাতন বন্ধের জোর দাবি জানিয়ে আসছে।
আমরা জেনে খুশি যে, ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার জন্য বিদেশে ফিলিস্তিনি উলামা সমিতি ৮ থেকে ১৪ই মার্চ পর্যন্ত “আন্তর্জাতিক আল কুদস সপ্তাহ” উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তক স্বাগত জানাই ও সফলতা কামনা করি। আল কুদস সপ্তাহকে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানাচ্ছি ।”