বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদরের মহিলা সদস্য (রুকন) বন্দর নামক গ্রামের বাসিন্দা নাজমা খাতুন ১৬ মার্চ দিবাগত রাত আড়াইটায় ৪৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৭ মার্চ সকাল ৯টায় বন্দর নামক গ্রামের ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
নাজমা খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ মার্চ ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, নাজমা খাতুনের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।
শোকবাণীতে তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।