বিএনপির ভাইস চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২০ মার্চ ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী একজন প্রবীণ রাজনীতিবিদ। ২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে ১১ জানুয়ারি ২০০৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময় তিনি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর ইন্তিকালে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদকে হারাল। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর সহকর্মীসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।