জনাব মকবুল আহমাদ দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। অতি সম্প্রতি তাঁর কভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। দেশে এবং প্রবাসে সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিক অনুরোধ, দ্বীনের এই দা’ঈ এবং আমাদের শ্রদ্ধেয় রাহবার জনাব মকবুল আহমাদের জন্য মহান প্রভুর দরবারে বিগলিত চিত্তে দো’য়া করুন, মহান আল্লাহ যেন তাঁর উপর রহম করেন, গুনাহখাতা ক্ষমা করেন এবং একান্ত মেহেরবাণী করে তাঁকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন। আমীন।।