বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মাদ ওয়াক্কাসের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩১ মার্চ ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস ৩১ মার্চ সকালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস একাধিকবার যশোর-৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একজন জনপ্রিয় সংসদ সদস্য এবং ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে তিনি তাঁর নিজ এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন। এছাড়াও তিনি বেফাকের সিনিয়র সহ-সভাপতি হিসেবে কওমি শিক্ষার উন্নয়নে এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। তাঁর ইন্তিকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।