নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় ২৭ জনের লাশ উদ্ধার এবং গাইবান্ধা জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ে ১৩ জন লোক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ৫ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ৪ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। অপরদিকে ৪ এপ্রিল বেলা তিনটার দিকে গাইবান্ধা জেলার সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলাসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ে ১৩ জন লোক নিহত হয়েছেন। এ সকল ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। লঞ্চডুবির ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।
লঞ্চডুবির ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ এবং লঞ্চডুবি ও কালবৈশাখী ঝড়ে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”