মুসলিমদের দায়িত্ব হচ্ছে মানুষের বিপদে পাশে দাঁড়ানো। বিবেচ্য বিষয় শুধু মানবতা। ভারত আজ করোনার সংক্রমণে বিধ্বস্ত। প্রতিদিন লাখো মানুষ সংক্রমিত হচ্ছেন এবং হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তাদের এই বিপদে পাশে থাকা প্রয়োজন।
ভারতের মুসলমানরা আজকে সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করে মূলত ইসলামের সৌন্দর্যকেই ফুটিয়ে তুলছেন। লক্ষ্য কেবলই আল্লাহ্ তা’য়ালার ভালোবাসা।
It is the duty of the Muslims to take the side of the people in danger. Only humanity should be considered here. Neighbouring country India is devastated now by the massive outbreak of corona virus. Hundreds of thousands of people are being infected and killed everyday. It is necessary to be on their side now.
Indian Muslims have been demonstrating the beauty and essence of Islam by playing such historic role. Their only aim is to spread the love of Almighty Allah.