বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক আমীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও নারায়ণগঞ্জ জজ কোর্ট এর সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক জনাব আবদুল কাদের বার্ধক্যজনিত কারণে ১৫ মে বেলা ১১টায় ৯২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি একমাত্র পুত্র নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট রফিকুল ইসলাম তুহিনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৫ মে বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নতুন কোর্টের উত্তর পাশে প্রথম জানাযা এবং বাদ এশা রূপগঞ্জ দেবই কাজীরবাগ মাদ্রাসায় দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
বিশিষ্ট সমাজসেবক জনাব আবদুল কাদেরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৫ মে ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব আবদুল কাদের একজন প্রবীণ ও বিজ্ঞ আইনজীবী ছিলেন। তিনি অসহায়-দরিদ্র মানুষকে আইনী সেবা প্রদান করেছেন। এলাকায় তিনি একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। তিনি ইসলামী আন্দোলনের জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।