দুই দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি. জো বাইডেন ইসরাঈল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধের আহবান জানালেন। আজ আবার হঠাৎ করে দেখা গেল, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইসরাঈলের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির প্রস্তাব পেশ করেছেন।
সম্প্রতি ইসরাঈলের অস্ত্র ও বোমার আঘাতে শতাধিক শিশু ও নারীসহ দুই শতাধিক ফিলিস্তিনীকে হত্যা করা হয়েছে। যা সুস্পষ্টভাবে গণহত্যার শামিল। তাহলে তো নতুন অস্ত্রের চালান সেই গণহত্যাকেই উৎসাহিত করবে।
Two days back, US president Joe Biden had urged for a ceasefire in order to bring an end to the ongoing war between Israel and Palestine. But today, he again placed a new proposal in the Congress to sell modern weapons to Israel.
Already, more than 200 Palestinians including women and children have been killed in Israeli bombardment which is being considered as a heinous genocide against the Palestinians. Any new supply of arms and lethal weapons would encourage the latest genocide.