বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ইসলাম ও মুসলিম বিশ্ব বর্তমানে কঠিন সময় অতিবাহিত করছে। পবিত্র রমজান ও ঈদের দিনেও মুসলমানদেরকে রক্তে রঞ্জিত হতে হয়েছে। আমরা যখন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করেছি সেই মুহুর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমান শাহাদাতের অমিয় সুধা পান করেছে। মজুলম ফিলিস্তিনিদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া চলছে ফিলিস্তিনবাসীর সাহায্যে জামায়াতের নেয়া উদ্যোগে সাধ্যমত সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আল্লাহ পাক সবকিছু করে ফেলছেন কি না সেটা জিজ্ঞাসা করবেন না, তবে সাধ্যমত চেষ্টা করছেন কি না তার জবাব প্রত্যেককে মহান মাবুদের নিকট দিতে হবে। বিশ্বের যেখানে যে অবস্থায় থাকুন না কেন দ্বীনি জামায়াতের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার আহবান জানিয়ে আমীরে জামায়াত বলেন, আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে মা’বুদের দরবারে। যাবার আগে সামান সংগ্রহ করতে হবে। আল্লাহ ভীতি অর্জনের মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে। তাহলে ইহকালিন সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।
সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রাত ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান রাত ১২টায় সমাপ্ত হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, মালোয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে চার শতাধিক সাবেক ছাত্রনেতা এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালীভাবে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর (উত্তর) এর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রাক্তন নেতৃবৃন্দের মধ্যে থেকে অংশ নেন, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ও মহানগর জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ (কানাডা থেকে), সাবেক ছাত্রনেতা ডা. এহতেশামুল হক শাহীন ( মালোয়েশিয়া থেকে), বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা (দক্ষিণ) এর সাবেক নায়েবে আমীর মতিউর রহমান (যুক্তরাষ্ট্র থেকে), ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি সৈয়দ সালেহ আহমদ( যুক্তরাজ্য থেকে) আলোচনায় অংশ নেন। এছাড়া জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন হচ্ছে চিরস্থায়ী জীবন যাপনের পথ। এই পথ থেকে নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। যেখানে থাকেন কেন ইসলামী আন্দোলনের সাথে সক্রিয় থেকে দ্বীনের সুমহান আলো বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহাদাতের নজরানা পেশ করেছে। শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে। এই মাটি থেকে ইসলামী আন্দোলকে নিশ্চিহ্ন করার কোন ষড়যন্ত্র সফল হবেনা। সবাইকে স্ব স্ব অবস্থান থেকে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।