আজ ২২ জুন দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, প্রবীণ জননেতা রাজনীতিবিদ মাওলানা মুমিনুল হক চৌধুরীর চট্টগ্রামের প্যারেড মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারদের হামলায় শিক্ষানবিশ আইনজীবী মোঃ জোবায়েরসহ ৫ জন মুসল্লী আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২২ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চট্টগ্রাম প্যারেড মাঠে অনুষ্ঠিত মাওলানা মুমিনুল হক চৌধুরীর নামাজে জানাজায় ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারদের হামলায় শিক্ষানবিশ আইনজীবী মোঃ জোবায়েরসহ ৫ জন মুসল্লী আহত হওয়ার ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তারা এতটাই সন্ত্রাসী যে একজন সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীনের নামাজে জানাজা পর্যন্ত সহ্য করতে পারে না।
হযরত মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাজায় হামলার ঘটনার মধ্য দিয়ে ছাত্রলীগের ইসলাম বিরোধী সন্ত্রাসী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও পুলিশের রহস্যজনক ভূমিকার মধ্য দিয়ে তাদের প্রতিহিংসাপরায়ণ কর্মকান্ড অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কখনো কারো কাম্য হতে পারে না।
এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে যথাপোযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”