যশোর-৫ আসনের সাবেক এমপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মাদ ওয়াক্কাসের পরিবারের সাথে এবং যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক এমপি, যশোর পশ্চিম সাংগঠনিক জেলা শাখা জামায়াতের নায়েবে আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মাদ শাহাদাৎ হোসাইনের পরিবারের সাথে ১০ জুন সাক্ষাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আমীরে জামায়াত মুফতি মুহাম্মাদ ওয়াক্কাসের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মুফতি ওয়াক্কাসের প্রতিষ্ঠিত মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন এবং দ্বীনি শিক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
একই দিন তিনি যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক এমপি, বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। মুহাদ্দিস আবু সাঈদ ছিলেন একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চারদলীয় জোট সরকারের আমলে এমপি থাকাকালে বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রীজ-কালভার্ট, রাস্তা-ঘাট নির্মাণ করে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেন। এ সময় তিনি তাঁর সেই অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় আমীরে জামায়াতের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী শাখা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, যশোর শহর সাংগঠনিক জেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল, যশোর পূর্ব সাংগঠনিক জেলা শাখা জামায়াতের আমীর মাষ্টার মোঃ নূরুন্নবী ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট গাজী এনামুল হকসহ আরো অনেকে।