বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী শাখার নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর মাতা ছমুদা খাতুন বার্ধক্যজনিত কারণে ২৭ জুন রাত ১১টায় ৯৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৫ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৮ জুন বাদ জোহর মজিদিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাযা এবং ছমদর পাড়া নিজ বাড়িতে বিকাল ৫টায় দ্বিতীয় জানাযা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য যে, সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী প্যারোলে মুক্তি পেয়ে প্রথম জানাযায় অংশগ্রহণ করার আশা রয়েছে।
শোকবাণী
জনাব শাহজাহান চৌধুরীর মাতা ছমুদা খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৮ জুন ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী শাখার নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য কারাবন্দি জনাব শাহজাহান চৌধুরীর মাতা ছমুদা খাতুন ২৭ জুন রাত ১১টায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তিকালের মুহূর্তে জনাব শাহজাহান চৌধুরী সরকারের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন। মায়ের মৃত্যুর সময় তিনি সন্তান হিসেবে পাশে থাকার সুযোগ থেকে বঞ্চিত হলেন। সন্তান হিসেবে এটা তাঁর জন্য খুবই দুঃখজনক। আমি শাহজাহান চৌধুরীর মাতা ছমুদা খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, জনাব শাহজাহান চৌধুরীর মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।