আজ সকাল ৮.৪৫ মিনিটে সিলেটের একটি হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাস্টার আব্দুল মান্নান ভাই মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর সমাপ্ত করলেন। ছাত্র জীবন থেকে তিনি ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী ও দায়িত্বশীল হিসেবে নিষ্ঠার সাথেই দায়িত্ব পালন করেছেন।
৮৫’ পূর্ববর্তী অখন্ড সিলেট জেলার মজলিসে শুরার সদস্য এবং একাধারে দীর্ঘদিন বড়লেখা থানা ও পরবর্তীতে উপজেলা আমীরের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষাবিদ হিসেবে ছাত্রদের কাছে একজন আদর্শ শিক্ষক ছিলেন। সামাজিক বিষয়াদিতে ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করে সমাজের কাছে ছিলেন সমাদৃত। বহু উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ড ও প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এক কথায় তিনি ছিলেন একজন দা’য়ী ইলাল্লাহ, ইসলামী আন্দোলনের নির্ভরযোগ্য দায়িত্বশীল এবং সামাজিক কর্মকান্ডের অগ্রপথিক।
আলোকিত এই মানুষটিকে আল্লাহ্ তা’য়ালা পরবর্তী সফরের সকল মঞ্জিলে রহম করুন, মাগফিরাত দান করুন এবং প্রশান্তির চাদরে ঢেকে রাখুন। তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর রেখে যাওয়া নেক আমলগুলোকে সাদাকাতুল জারিয়া হিসেবে কবুল করুন। পরিবার, আপনজন ও সহকর্মীদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।।