আজ ২৯ জুন। বাংলাদেশের কোটি মানুষের শ্রদ্ধা-ভালোবাসার ঠিকানা, দ্বীন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর বিশিষ্ট আলেমে দ্বীন ও পার্লামেন্টারিয়ান এবং সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, বাংলাদেশসহ বিশ্বের কোটি-কোটি তরুন ও যুবকদেরসহ অসংখ্য মানুষের কাছে সরাসরি কুরআনকে নিয়ে যিনি হাজির হতেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহকে একান্ত খোড়া অজুহাতে ২০১০ সালের এই দিনের এ সময়েই আক্রোশ মিটানোর জন্য গ্রেফতার ও বন্দী করা হয়।
তিন জনের মধ্যে আমাদের কলিজার টুকরা দুইজনকে আল্লাহ্ তা’য়ালা ইতিমধ্যে কবুল করেছেন। অন্যায়ের কাছে মাথানত না করে হাসি মুখে ফাঁসি বরণ করেছেন। আল্লাহ্ রাব্বুল আলামীন তাদেরকে সর্বোচ্চ মর্যাদার শহীদ হিসেবে কবুল করুন।
আর মৃত্যুকে সঙ্গী করে প্রশ্নবিদ্ধ বিচারের রায়ে স্কাইপি কেলেঙ্কারিসহ অসংখ্য ঘটনার তাজা সাক্ষী এই ট্রাইব্যুনাল আমরণ কারাবাসের রায় দিয়ে কুরআনের ভাষ্যকার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চার দেয়ালের লোহার খাঁচায় বন্দী রেখেছে। অসহায় ও মজলুম এই জাতির জন্য আজ বড় প্রয়োজন আপনাকে। আল্লাহ্ তা’য়ালা আপনার মুক্তির ব্যবস্থা করে দিন। সেই সাথে এই জাতিকেও সকল প্রকার জুলুম থেকে মুক্তির ব্যবস্থা করে দিন। আমীন।।