বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইনের বড় মেয়ের স্বামী জনাব মোঃ সফিকুর রহমান (৫২) ২৯ জুন দিবাগত রাত ২টায় এবং বড় মেয়ে রুবিয়া পারভীন (৪৫) ৩০ জুন দিবাগত রাত সোয়া ২টায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী উভয়েই করোনা রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তারা ২ পুত্র, ২ কন্যা এবং পিতা-মাতাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
শোকবাণী
রুবিয়া পারভীন এবং তাঁর স্বামী জনাব মোঃ সফিকুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০১ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, রুবিয়া পারভীন এবং তাঁর স্বামী জনাব মোঃ সফিকুর রহমান উভয়েই করোনা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁদের এই মর্মান্তিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁদের এই মৃত্যু আমাদের নিকট এবং তাদের আত্মীয়-স্বজনের নিকট খুবই কষ্টের এবং অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি অতি কষ্টের হলেও এটি রাব্বুল আলামীনের ফায়সালা। যার উপর কারো কোনো হাত নেই। মহান প্রভুর দরবারে বিগলিত চিত্তে দোয়া করি, রুবিয়া পারভীনের স্বামী জনাব সফিকুর রহমান ও রুবিয়া পারভীনকে আল্লাহ্ তা’য়ালা ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, তাদের নেক আমলগুলো কবুল করুন। সেই সাথে মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাঁদের চোখের মনি ইয়াতিম দুই সন্তানকে আল্লাহ সুবহানা ওয়া তাআলা নিজেই মহান অভিভাবক হিসেবে তাদেরকে হিফাযত করুন, আমীন।
অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং নায়েবে আমীর অধ্যাপক মোঃ তাসনীম আলম গভীর শোক প্রকাশ করে বলেন, রুবিয়া পারভীন এবং তাঁর স্বামী জনাব মোঃ সফিকুর রহমানের ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান রব কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁদের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
রাজশাহী মহানগরী ও জেলা নেতৃবৃন্দের শোকবাণী
তাঁদের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার আমীর ড. কেরামত আলী, রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল খালেক, নায়েবে আমীর জনাব মাওলানা আবুল হাসান, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুল খালেক, সহঃ সেক্রেটারি ডঃ ওবায়দুল্লাহ এবং জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ গভীর শোক জানিয়েছেন। শোকবাণীতে তাঁরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।