বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার প্রবীণ সদস্য (রুকন) জনাব মুহাম্মাদ দবিরুল ইসলাম রাণীশংকৈল উপজেলার বিরাশী গ্রামের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ৩০ জুন দিবাগত রাত সাড়ে ১২টায় ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১ জুলাই সকাল সাড়ে ১০টায় রাণীশংকৈল উপজেলার বিরাশী হাইস্কুল মাঠে জানাযা শেষে তাঁকে সেখানেই দাফন করা হয়েছে।
শোকবাণী
জনাব মুহাম্মাদ দবিরুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব মুহাম্মাদ দবিরুল ইসলামের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।
অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ আলমগীর, রাণীশংকৈল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা মোঃ রজব আলী গভীর শোক প্রকাশ করে বলেন, ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে জনাব মুহাম্মাদ দবিরুল ইসলামের অনেক অবদান রয়েছে এবং তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।