করোনার দ্বিতীয়বার ঢেউয়ে প্রায় সারাদেশে জুবুথুবু অবস্থা। করোনা সংক্রমণের শুরু থেকেই সামগ্রিক ব্যবস্থাপনায় অদক্ষতা, দুর্নীতি ও সমন্বয়হীনতা জাতিকে ভুগাচ্ছে।
অক্সিজেন সংকটের কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ জন রোগীর ইন্তিকালের খবর সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যা খুবই উদ্বেগের বিষয়।
হায়াত-মউত আল্লাহ্ পাকের হাতে। কিন্তু প্রস্তুতি ও ব্যবস্থাপনায় যদি ত্রুটি থাকে তার দায় অবশ্যই সংশ্লিষ্টদের নিতে হবে। জাতীয় অতীব এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপেক্ষা করে কথিত কিছু ক্ষমতাবান ও শক্তিধর ব্যক্তি অনবরত লিভ সার্ভিস দিয়ে যাচ্ছেন।
মহান আল্লাহ্র দিকে চেয়ে আপনারা লিভ সার্ভিস বন্ধ করুন এবং নিজেদের সঠিক দায়িত্ব পালন করুন।