বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় অডিটর জনাব ইসরাইল হোসাইন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে আজ ৯ আগস্ট বেলা ১টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৯ আগস্ট বাদ আসর ঢাকার মগবাজারস্থ বেপারি গলি চাঁন জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামী ১০ আগস্ট সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলার নিয়ামত বাড়িয়া গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত মসজিদের পাশে দাফন করা হবে।
শোকবাণী
জনাব ইসরাইল হোসাইনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ ৯ আগস্ট ’১৯ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব ইসরাইল হোসাইন দীর্ঘ দিন জামায়াতের কেন্দ্রীয় অডিটরের দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করে গিয়েছেন। তার অবদানের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
জনাব ইসরাইল হোসাইন (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।