ইসলামী ছাত্রশিবিরের ২৪-তম শহীদ আসলাম হোসাইনের শ্রদ্ধেয় পিতা ঝিনাইদহ জেলার কালীগঞ্জহ উপজেলা নিবাসী ডা. জিন্নাত আলী ৭ জুলাই বিকাল ৫টা ৪৫ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০১ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৪ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৮ জুলাই সকাল ১১টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮৮ সালের ১৭ নভেম্বর রাত সাড়ে ১২টায় কথিত ছাত্র সংগ্রাম পরিষদের সন্ত্রাসী বাহিনী দা, ছুরি, কিরিচ, রড, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র হলে হলে শিবিরের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালালে শাহাদাত বরণ করেন ডা. জিন্নাত আলীর পুত্র শহীদ আসলাম হোসাইন।
শোকবাণী
ডা. জিন্নাত আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের ২৪-তম শহীদ আসলাম হোসাইনের শ্রদ্ধেয় পিতা ৭ জুলাই সন্ধ্যা পৌণে ৬টায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তিকালে আমরা একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারালাম। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। প্রিয় সন্তান শহীদ আসলাম হোসাইনকে হারিয়েও তিনি ছিলেন দ্বীনের পথে অবিচল। আসলাম হোসাইন শহীদ হওয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি শহীদের পিতা হিসেবে গর্ববোধ করি।’
শোকবাণীতে তিনি আরো বলেন, শহীদ আসলামের শাহাদাতের পর থেকে তিনি সন্তান হারানোর বেদনা নিয়ে ৩৩টি বছর অতিবাহিত করেন। অবশেষে তিনি সেই শোক এবং বেদনা ধারণ করে আল্লাহর দরবারে উপস্থিত হলেন। শুরু হলো তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।