বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাতক্ষীরার আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে তাকে জামিন না দিয়ে জেলে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২৯ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাতক্ষীরার আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে তাকে জামিন না দিয়ে জেলে পাঠানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ একজন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ। তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন। তাকে অযথা হয়রানী করার হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশের একজন আইনানুগত সুনাগরিক হিসাবে জামিন লাভের জন্য আদালতে হাজির হয়েছিলেন। তার বিরুদ্ধে যে সব মামলা রয়েছে তা জামিন যোগ্য। দেশের একজন সুনাগরিক হিসেবে জামিন লাভ করার ন্যায়সংগত অধিকার তার রয়েছে। তা সত্বেও তাকে জামিন না দিয়ে জেলে পাঠানোর ঘটনায় আমরা মর্মাহত।
কাজেই অধ্যক্ষ ইজ্জত উল্লাহর বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”