বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার মহিলা সদস্য (রুকন) বেগম নাসরিন নাহার করোনায় আক্রান্ত হয়ে ৩ আগস্ট রাত সাড়ে ৯টায় ৫৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ আগস্ট সকাল ৮টায় রহমতপাড়া জামে মসজিদে জানাযা শেষে তাঁকে বসুপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
বেগম নাসরিন নাহারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৫ আগস্ট ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বেগম নাসরিন নাহার করোনায় আক্রান্ত হয়ে ৩ আগস্ট রাত সাড়ে ৯টায় ৫৭ বছর বয়সে মর্মান্তিকভাবে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে এবং তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে বিগলিত চিত্তে দোয়া করি, আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।