বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানা শাখার আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি জনাব মেজবাহ উদ্দিন নাঈমের স্ত্রী, জামায়াতে ইসলামীর সদস্য (রুকন), উত্তরা মডেল থানা শাখার ১৩ নং সেক্টর ওয়ার্ড মহিলা বিভাগের সভানেত্রী ও ইসলামী ছাত্রীসংস্থার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভানেত্রী মোছাঃ মনিরা বেগম দীর্ঘদিন যাবত ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। তিনি ৫ আগস্ট রাত ১০টায় ৩৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ছোট ছোট ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৬ আগস্ট সকাল সাড়ে ৯টায় উত্তরা ১২ নং সেক্টর কবর স্থান মাঠে জানাযা শেষে তাঁকে সেখানেই দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোঃ রেজাউল করিম ও সহকারী সেক্রেটারি লস্কর মোঃ তসলিমসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের আরো অনেক নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন।
শোকবাণী
মোছাঃ মনিরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৬ আগস্ট ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মোছাঃ মনিরা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ছাত্রীজীবন থেকেই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নৈতিক মূল্যবোধের ভিত্তিতে আদর্শ নাগরিক তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই সাথে মহিলাদের মাঝে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন।
আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, তার পরিবার-পরিজনকে সবরে জামিল দান করুন এবং তার ছোট ছোট তিন কন্যাকে তাঁর নিজ জিম্মায় লালিত-পালিত করুন, আমীন।