বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার মংলা পৌরসভা শাখার প্রবীণ সদস্য (রুকন) জনাব মুহাম্মাদ আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়ে ৮ আগস্ট রাতে ৬৮ বছর বয়সে খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৯ আগস্ট সকাল ৯টায় মংলা পোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাযা শেষে তাঁকে মংলা পোর্ট কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ।
শোকবাণী
জনাব মুহাম্মাদ আতাউর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৯ আগস্ট ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব মুহাম্মাদ আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়ে ৮ আগস্ট রাতে ৬৮ বছর বয়সে খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মর্মান্তিকভাবে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে এবং তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে বিগলিত চিত্তে দোয়া করি, আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।
অপর এক বিবৃতিতে বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।