উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ ও সরকারী মাদ্রাসা-ই আলিয়া ঢাকার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা নুর মোহাম্মদ রাহিমাহুল্লাহ মহান মাওলার ডাকে সাড়া দিয়ে আজ রাত ১০.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী সরকারী মাদ্রাসা-ই আলিয়া ঢাকার সম্মানিত সাবেক অধ্যক্ষ, হাজারো আলেম-উলামার উস্তাদ হযরত মাওলানা নুর মোহাম্মদ রাহিমাহুল্লাহ-এর ইন্তিকালে জাতি একজন অভিভাবককে হারালো। দেশ-বিদেশে তাঁর অসংখ্যা ছাত্র ও গুণগ্রাহী রয়েছেন। বাংলাদেশে ইলমে দ্বীনের খেদমতে তাঁর অবদান অসামান্য। তাঁর রেখে যাওয়া কাজ যুগ-যুগ ধরে মানুষকে ইসলামের পথে চলবার জন্য আলো দেখাবে।
আল্লাহ্ তা’য়ালা দ্বীনের এই রাহবারকে ক্ষমা করুন, জীবনের সকল নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে শহীদি মর্যাদা দিয়ে মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন।
তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাদেরকে এ শোকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমীন।।