ঐতিহ্যবাহী ইছামতি কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, লাখো আলেম-ওলামার উস্তাদ, দীর্ঘ ৬০ বৎসর যাবত ইলমে হাদীসের খাদিম শায়খুল হাদীস ওয়াত তাফসীর আল্লামা হাবিবুর রহমান গুরুতর অসুস্থ হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইলমে দ্বীনের খেদমতে তাঁর অসামান্য অবদান রয়েছে। দেশে-বিদেশে তাঁর অসংখ্য ছাত্র দ্বীন ইসলামের খেদমতে করে যাচ্ছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন এর কাছে একান্ত মিনতি, তিনি তাঁর দ্বীনের এই রাহবারের প্রতি রহম করুন, ক্ষমা করুন, এবং দার-আল শিফা থেকে পূর্ণ শিফা নসিব করুন। তার কষ্টকে দূর করে সুস্থতায় পরিণত করে দিন। আমীন।
দ্বীনদার সকল ভাই-বোনদের কাছে তাঁর জন্য খাছ দো’য়ার আহবান জানাচ্ছি।
Source:
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক