বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার মহিলা সদস্য (রুকন) ও ১২ নং ওয়ার্ডের বাসিন্দা বিলকিস আক্তার সুমি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৫ সেপ্টেম্বর বেলা ২টায় ২৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ৫ দিন বয়সের একমাত্র নবজাতক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৫ সেপ্টেম্বর বাদ মাগরিব জানাযা শেষে তাঁকে স্বামীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
বিলকিস আক্তার সুমির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বিলকিস আক্তার সুমি মাত্র ২৮ বছর বয়সে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। প্রতিটি মৃত্যুই কষ্ট ও বেদনাদায়ক। মাত্র ৫ দিন বয়সের এক পুত্র সন্তান রেখে এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়া আরো কষ্টদায়ক। মহান রবের ফায়সালা আমাদেরকে মেনে নিতেই হবে। আল্লাহ তাআলার নিকট প্রাণ খুলে দোয়া করি, তিনি যেন তাদের মা’ছুম বাচ্চার জিম্মাদার হয়ে যান।
শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন-যাপনের চেষ্টা করেছেন এবং মহিলাদের মাঝে দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপ‚র্ণ অবদান রেখে গিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।