জনগণ একের পর এক ভয়াবহ দুর্নীতি ও দুস্কর্মের সাক্ষী হয়ে চলছে। সম্প্রতি স্বাস্থ্যের একটি নিয়োগে (মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ইত্যাদি পদে) বড়মাপের আর্থিক লেনদেন ও দুর্নীতির অভিযোগ উঠে।
এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির দুই সদস্য স্পষ্ট অভজারবেশন ও সুপারিশ পেশ করেন। এর পরেই দেখা গেল লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতার অভিযোগে তা বাতিল করা হয়েছে। পরীক্ষা বাতিল করাই কি তার সমাধান?
তাহলে দুর্নীতির যে অভিযোগটা উঠলো তাও কি আস্তে আস্তে অস্পষ্ট হয়ে মিলিয়ে যাবে? অতীতের অনেকগুলো চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনার মতই! তাহলে কি সবগুলো ঘটনার ওপরেই কোন না কোনভাবে বলদর্পি, ক্ষমতার কালো হাত?
এর সুরাহা হতেই হবে।
Source:
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক