২৪ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালি অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলন-২০২১ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই মানুষকে এই দুনিয়া ছেড়ে একদিন পরপারে পা রাখতে হবে। সেইদিন মানুষকে তার জীবনের সমস্ত হিসাব দিতে হবে। পাশাপাশি তাকে তার চারপাশের মানুষের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, কে কতটুকু হক আদায় করেছে। তাই নিজেদের শপথের আলোকে আমাদের প্রতিবেশীদের খোঁজ-খবর রাখতে হবে। তাহলেই আমরা হাশরের ময়দানে আমাদের নিজেদেরকে কঠিন সেই ভয়ানক পরীক্ষা থেকে রক্ষা করতে পারবো, ইনশাআল্লাহ।”
প্রধান অতিথি আরো বলেন, “যুগে যুগে সকল নবী ও রাসূলগণ তাদের দায়িত্ব ও দিনের পথের এ ভূমিকা ছিল ঐতিহাসিক। ইসলামী আন্দোলনের সকল স্তরে কর্মীদেরকে পরিকল্পিতভাবে ঈমানের দাবি পূরণের জন্য হযরত ইব্রাহীম (আঃ) এর উত্তরসূরী হিসেবে ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ময়দানের সকল স্তরের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। তাহলেই আমরা শীঘ্রই বিজয় অর্জন করতে পারবো।
অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শহীদ মালেকের জন্মভূমিতে আজকে আমরা দাঁড়িয়ে আবারও শপথ গ্রহণ করি। তিনি একটি সুখী-সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনে রুকনগণকে আল্লাহর রাসূল (সাঃ) এর উত্তরসূরী হিসেবে জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান।”
জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব জেলা শাখার আমীর অধ্যাপক নাযিম উদ্দিনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও মাওলানা আব্দুল হক এবং সিরাজগঞ্জ জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম প্রমুখ।