ভারতের আসামে একটি মন্দির নির্মাণের উদ্দেশে স্থানীয় মুসলিম অধিবাসীদের উচ্ছেদে আইন-বহির্ভূত হস্তক্ষেপ শুরু করেছে রাজ্যের শাসকদল। সম্প্রতি রাজ্য মুখ্যমন্ত্রীর উসকানিতে পুলিশবাহিনীর সশস্ত্র অভিযান ও নারকীয় বর্বরতায় প্রাণ হারিয়েছেন অন্তত দু’জন।
রাজ্যের মুখ্যমন্ত্রীর উসকানিতে পুলিশ বাহিনীর এ ধরনের সশস্ত্র অভিযান ও নারকীয় বর্বরতা সম্পূর্ণ অন্যায় ও মানবতাবিরোধী অপরাধ বলে আমরা মনে করি। নিঃসন্দেহে এটি একটি জঘন্য নিন্দনীয় অপরাধ। যুগ যুগ ধরে বৈধ নাগরিক হিসেবে বসবাস করা মুসলিম জনতার ওপর পরিকল্পিত এই হামলা খুবই অমানবিক ও অগ্রহণযোগ্য।
যারা বিনা অপরাধে এ ঘটনায় নিহত হয়েছেন, তাদের প্রতি আল্লাহ তা’য়ালা রহম করুন, তাদের ক্ষমা করুন এবং তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমীন।।
এ ধরনের মানবতাবিরোধী ও ঘৃণিত কাজ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।