গত কয়েক বছর ধরে বছরের বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অকল্পনীয়ভাবে হঠাৎ করেই বেড়ে যায়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয় রহস্যজনকভাবে নিরব থাকেন অথবা কোনো কোনো সিন্ডিকেটের দিকে অঙ্গুলি নির্দেশ করেন।
অবস্থা দৃষ্টে মনে হয় এসব সিন্ডিকেট এবং তাদের পিছনের খুঁটি একই সুতোয় বাঁধা। পরস্পর পরস্পরের সহযোদ্ধা। লুটপাটে ব্যস্ত।
এদিকে ২০২০ সাল থেকে চলমান করোনা পরস্থিতিতে বিপুল সংখ্যক সীমিত আয়ের মানুষ জব হারিয়ে দিশেহারা অবস্থায় আছেন। এ যেন মরার উপর খাড়ার ঘা। সাধারন মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে।
দয়া করে খাদ্য-দ্রব্য মূল্যের লাগাম টানুন। মানুষকে একটু স্বস্তি দিন।
Source:
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক