‘চোখের সামনোত চেনা মুখগুলা আসি পেট্রল দিয়া বাড়িত আগুন ধরি দিল। ঘরোত ঢুকি টাকা, সোনাদানা, লুট করি নিল। হামার কষ্টের সংসারের সউগ শ্যাষ হয়্যা গেইল বাহে…।’
ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে। এই অভিযোগ করেছেন উজালি রানী নামক একজন ক্ষতিগ্রস্ত নারী। যেই গ্রামে উজালি রানীর বাড়িসহ ২৫টি বাড়িতে আগুন দেওয়া হয়। এই বাড়িগুলোসহ ৬০ পরিবারের বসতবাড়িতে ভাঙচুর করা হয়। একটি জাতীয় দৈনিক পত্রিকা এই রিপোর্ট ছেপেছে। তারা তাদের রিপোর্টে এও উল্লেখ করেছে, লুন্ঠিত তিনটি গরু উদ্ধার করা হয়েছে।
*জনগণ স্পষ্ট জানতে চায়-
১. উজালি রানীর বক্তব্য অনুযায়ী এই চেনা মুখগুলো কারা? তাদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় কি?
২. এই হামলার সময় যে তিনটি গরু লুট করা হয়েছে, এই লুণ্ঠনকারী বা গরু চোর কে বা কারা তাদের পরিচয় কি?
জাতির এই প্রশ্নগুলোর উত্তর সঠিক ও স্বচ্ছভাবে আসলেই বুঝা যাবে, কারা দোষারোপের রাজনীতি করছে, কারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।
বন্ধ হোক হীন রাজনৈতিক স্বার্থের এই নোংরা খেলা।