ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামক লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০০ জনের বেশি যাত্রী দগ্ধ হওয়ায় এবং তাদের মধ্যে এই শোকবাণী প্রদানের সময় পর্যন্ত ৩৬ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৪ ডিসেম্বর এক শোকবাণী প্রদান করেছেনঃ-
শোকবাণীতে তিনি বলেন, “২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‘এমভি অভিযান-১০’ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ২০০ জনের বেশি যাত্রী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে এই শোকবাণী প্রদানের সময় পর্যন্ত ৩৬ জন মানুষ দুর্ভাগ্যজনকভাবে নিহত হয়েছেন। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট দোয়া করছি এই সব স্বজনহারা পরিবার-পরিজন যেন শীঘ্রই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন।
শোকবাণীতে তিনি আরো বলেন, আমি নিহতদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”