শাসকগোষ্টী যতই জুলুম করুক, জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর উপর জুলুম-নির্যাতন চলছে। অন্যায়ভাবে বহু নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে এবং অনেককে পঙ্গু করে দেওয়া হচ্ছে। ৩৪ লক্ষাধীক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মা-বোনদেরকেও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।
৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আমীরে জামায়াত আরো বলেন, দ্বীন প্রতিষ্ঠার এ কাজ যুগে যুগে সকল নবী-রাসূল, সাহাবায়ে কেরামসহ যারাই আঞ্জাম দিয়েছেন, তাদের সবাইকে জুলুম ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকলে এই জুলুমের ও নির্যাতনের অবসান হবে ইনশাল্লাহ। তিনি রুকনদের উদ্দেশে বলেন, ৫৬ হাজার বর্গমাইলের মধ্যে প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং দ্বীন সস্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। কোনো স্বৈরাচারী শক্তি আমাদের এই ঈমানী দায়িত্ব পালন বাধাগ্রস্ত করতে পারবে না, ইনশাআল্লাহ।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।