প্রখ্যাত আলেমে দ্বীন, সিলেটের ইছামতি কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০৮ ফেব্রুয়ারি ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, দেশবরেণ্য আলেমে দ্বীন, ইছামতি কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান ৯০ বছর বয়সে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় জকিগঞ্জের নিজ বাড়িতে রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর দীর্ঘ পরিশ্রম ও একান্ত প্রচেষ্টায় ইছামতি মাদরাসা পূর্ব সিলেটের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আলিম, ফাজিল ও কামিল ক্লাশের সরকারি মঞ্জুরি এবং স্বীকৃতি আদায়ে তাঁর অবদান অনস্বীকার্য। আমি তাঁর ইন্তিকালে সমবেদনা জ্ঞাপন করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। দেশে-বিদেশে দাওয়াতি তৎপরতায় তিনি নিজেকে আজীবন নিরলসভাবে নিয়োজিত রেখেছিলেন। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও শুভানুধ্যায়ী। ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে তিনি অনেক অবদান রেখে গিয়েছেন। তিনি ছিলেন হাজারো আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
আল্লাহ্ তাআলা দ্বীনের এই রাহবারকে ক্ষমা করুন, জীবনের সকল নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন। তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলা তাদেরকে এ শোকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমীন।