জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বার্ষিক রুকন (পুরুষ ও মহিলা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “আইয়্যামে জাহিলিয়্যাতে নৈতিকতার বিপর্যয়ের চরম পরিবেশে আখেরী নবী হযরত মুহাম্মদ (সা) রিসালাতের পূর্ব পর্যন্ত মানবতার কল্যাণে সর্বদা সচেষ্ট থেকেছেন। কিন্তু সমাজের কোনো পরিবর্তন হয়নি। চুরি, ডাকাতি, সন্ত্রাস, ব্যভিচার, উলঙ্গপনা ও বেহায়াপনা সমাজে চালু ছিলো। কেবল ওহীর অনুশীলনে রাসূল (সা) এর নেতৃত্বে একদল যোগ্য ও ত্যাগী সাহাবায়ে কেরাম (রা) সে সমাজকে একটা সোনার সমাজে পরিণত করেছিলেন। আজকেও কেবল সেই কুরআনের আহ্বানেই আমাদের এই ঘুণেধরা সমাজ শোষণমুক্ত, নিরাপদ, ইনসাফপূর্ণ সমাজে পরিণত হতে পারে। শুধু মৌখিক নয়, বাস্তবায়নে সদস্যগণ যথাযথ ভূমিকা রাখতে পারলেই মানবতা মুক্তি পাবে।
আমীরে জামায়াত সে লক্ষ্যে জামায়াতে ইসলামীর সকল সদস্যদের ত্যাগ ও কুরবানীর অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দাঈ’র যথার্থ ভূমিকা রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক রুকন সম্মেলনে বিশেষ অতিথির আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও প্রফেসর ডক্টর আবু এহসান প্রমুখ।