বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৯ মার্চ ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রধান। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেন এবং জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেন।
শোকবাণীতে তিনি আরো বলেন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ৫ম জাতীয় সংসদ নির্বাচনের পর বিচারপতি সাহাবুদ্দীন আবার তার মূল পদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদকে আবার রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর রাষ্ট্রপতির পদ হতে অবসর গ্রহণ করেন তিনি।
শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন উদার গণতন্ত্রমনা, ন্যায়নিষ্ঠ ও দেশপ্রেমিক অভিভাবককে হারালো। তাঁর অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর ভালো কাজগুলো কবুল করুন ও তাঁকে উপযুক্ত প্রতিদান দিন।
আমি তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।